Breaking News

What is Bootloader & How to Unlock Bootloader in Any Xperia Device



বুটলোডার কি?
++++++++++++++++
বুটলোডার হচ্ছে এমন একটি প্রোগ্রাম যা ডিভাইসের অপারেটর সিস্টেম সক্রিয় করার জন্য একটি ডিভাইসটি চালু হওয়ার সময় শুরু হয়।
তাই এটি শুধুমাত্র অ্যানড্রয়েডের জন্য স্পেসাল কোন প্রোগ্রাম নয়, এটি এমন একটি প্রোগ্রাম যা অপারেটিং সিস্টেমে চলে এমন সব ডিভাইসে যেমন - (স্মার্টফোন, ট্যাবলেট এবং পিসি ইত্যাদি) খুঁজে পাওয়া যায় ।
উদাহরণস্বরূপ ধরা যাক একটি কম্পিউটার, যার দুটি ভিন্ন অপারেটিং সিস্টেম (ডুয়াল বুট) দিয়ে সজ্জিত আছে ।
এই ক্ষেত্রে, ব্যবহারকারীর পছন্দের উপর নির্ভর করে যে কোন অপারেটিং সিস্টেমটি চালু হবে অথবা স্বয়ংক্রিয়ভাবে কোনটি চালু হবে এমন কোন প্রাক প্রোগ্রাম করা হয়েছে কিনা, যা অই বুটলোডারে সেভ করা থাকে?
এই নীতিটি অ্যানড্রয়েড ডিভাইসগুলিতেও প্রযোজ্য, তবে এই ক্ষেত্রে শুধুমাত্র অ্যানড্রয়েডে একটিমাত্র অপারেটিং সিস্টেম থাকে, বুটলোডারই ডিসাইড করে যে অ্যান্ড্রয়েড ফোনটি নরমালি চালু হবে নাকি রিকভারি মোডে প্রবেশ করবে, যা একটি অ্যানড্রয়েড সিস্টেমের স্বাধীন অংশ বা রানটাইম এনভায়রনমেন্ট যা প্রধান অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থেকে পৃথক থাকে ।
আর এই বুটলোডার অই ডিভাইস মেকিং কম্পানি যেমন(সনি, স্যামসাং, সাওমি, অপ্প, ওয়ানপ্লাস, গুগল, এলজি ইত্যাদি ব্র্যান্ড) কোন ডিভাইস বানানোর সময়ই বলে দেয় যে ফোনটি কিভাবে চালু হবে আর কোন কোন অ্যাপ রান করবে যা আমরা বুট-ওয়্যার নামে চিনি ।

বুটলোডার আনলক কি?
++++++++++++++++
বুটলোডার আনলক করা হচ্ছে অই অংশটির অ্যাক্সেস পাওয়া, যাতে আপনি আপনার অ্যানড্রয়েডকে বলে দিতে পারবেন যে কোন কোন প্রোগ্রাম রান করবে ।

বুটলোডার আনলক করার নিয়মঃ
++++++++++++++++
১. https://goo.gl/gddkJ7 এই লিঙ্কে গিয়ে আপনার ডিভাইস সিলেক্ট করে বাকি অপশনগুলো ঠিক থাকলে আপনার ফোনের IMEI দিয়ে সকল aknowladge গুলো টিকমার্ক করে সাবমিট বাটনে ক্লিক করলে আপনি একটি কোড পাবেন-
২. বাকি টুকু পাবেন এই ভিডিওতেঃ https://youtu.be/OEF7ZAAVW00 (আমি এই ভিডিওটি দেখেই বুটলোডার আনলক করতে সক্ষম হয়েছিলাম) :) :) :)


বুটলোডার আনলক করার ভাল ও মন্দ দিক
***********************
ভালো দিকঃ
+++++++++
১. এক্সপেরিয়া ডিভাইস রুট করার প্রথম সর্তই হচ্ছে- বুটলোডার আনলক ডিভাইস হতে হবে - আসলে আমরা বেসিক্যালি রুট করার জন্যই বুটলোডার আনলক করে থাকি।

মন্দ দিক
+++++++++
১. আপনি যদি বুটলোডারটি আনলক করেন, তাহলে আপনার যন্ত্রের ওয়ারেন্টি বাতিল হতে পারে ।
২. বুটলোডারটি আনলক করার কারনে আপনি আপনার ফোনের DRM key হারাতে পারেন যার জন্য আপনার ক্যামেরা ফাংসনে প্রব্লেম হতে পারে এমনকি ক্যামেরার কোয়ালিটি খারাপ হতে পারেঃ https://goo.gl/UFqyZn 

নোটঃ আপনার ডিভাইসের বুটলোডার আনলক করার আগে, সিস্টেমের একটি সম্পূর্ণ ব্যাকআপ রাখা উচিত।
বুটলোডারটি আনলক করা একটি ফ্যাক্টরি রিসেটকে ট্রিগার করবে যা সমস্ত ডিভাইস সেটিংস,
ব্যবহারকারীর ডেটা, তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশন এবং ডিভাইসের হার্ডওয়্যার সঞ্চয়স্থান থেকে সংশ্লিষ্ট ডেটা মুছে ফেলবে।
যদি আপনার যন্ত্রটি বা আপনার ডিভাইসের অংশটি এনক্রিপ্ট করা হয়, তবে ডিক্রিপ্ট করার জন্য ব্যবহৃত কীটগুলিও মুছে ফেলা হতে পারে।
পূর্বে ইনস্টল করা সনি অ্যাপ্লিকেশন এবং অপসারণযোগ্য স্টোরেজ (যেমন একটি মাইক্রো এসডি কার্ড) এ সংরক্ষিত তথ্য প্রভাবিত হবে না।
ফ্যাক্টরি রিসেটটি ফ্যাক্টরি থেকে পাঠানো অবস্থায় যেমন ছিল এটি ঠিক অই অবস্থায় ফিরিয়ে আনবে।

[ এটি একটি ঝুকি-পূর্ণ কাজ তাই আপনার ডিভাইসের কোন প্রকার প্রব্লেম হলে আমি দায়ি থাকব না । চাইলে ইন্টারনেট থেকে আরও ভালো ভাবে দেখে নিন]

Source : https://goo.gl/U33bkk

Doc Prepared By : @mhsowrove (ADMIN) 

1 comment:

  1. What Is Bootloader And How To Unlock Bootloader In Any Xperia Device - Tech Inquiry >>>>> Download Now

    >>>>> Download Full

    What Is Bootloader And How To Unlock Bootloader In Any Xperia Device - Tech Inquiry >>>>> Download LINK

    >>>>> Download Now

    What Is Bootloader And How To Unlock Bootloader In Any Xperia Device - Tech Inquiry >>>>> Download Full

    >>>>> Download LINK

    ReplyDelete